বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অর্থনীতি, জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন

জাতীয় বাজেট ২০১৭-১৮ এর জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে গত ১৬ এপ্রিল ২০১৭ সিপিডি আয়োজন করেছিল প্রাক-বাজেট মিডিয়া ব্রিফিং। এ ব্রিফিংয়ে সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অর্থনীতি, জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন।

আলোচনায় ড. ভট্টাচার্য বলেন অর্থনৈতিক উন্নয়নের সাথে যুক্ত নীতি নির্ধারকগণকে সুষ্ঠু নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রায়শই ‘উভয় সংকটে’ পড়তে হয়। আর, এসকল উভয় সংকট থেকে উত্তরণের বেলায় দরকার হয় রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশে যে প্রক্রিয়ায় বাজেট প্রণয়ন করা হয় তাতে রাজনৈতিক কাঠামোর বাইরেও জবাবদিহিতার জায়গা উচিত বলে মনে করেন তিনি।