জনগণের মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত নাঃ ড. দেবপ্রিয় ভট্টাচার্য

জনগণের স্বচ্ছ, শান্তিপ্রিয় ও সুষ্ঠু মত প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত নয় বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। চ্যানেল আই-এ  প্রচারিত জনপ্রিয় টক-শো “তৃতীয় মাত্রা”-তে  তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, মানুষ মতামত প্রকাশ করতে চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায়। এবারের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি। জনগণের এই আকাঙ্ক্ষা কতখানি পূরণ করা সম্ভব হবে তার ওপর নির্ভর করবে আগামি বছরগুলোর গতি-প্রকৃতি।

এক প্রশ্নের জবাবে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশন ও সরকার থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তি, মিডিয়া এবং নাগরিক সমাজ – যার যার জায়গা থেকে সবার দায়িত্ব জনগণের এই আকাঙ্ক্ষা পূরণ করার। এই লক্ষ্যটিকে মাথায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।