Dr Khondaker Golam Moazzem on savings

Published in Jugantor on Sunday, 9 August 2015.

সঞ্চয়পত্রমুখী ব্যাংক আমানত

গোলাম মওলা

সরকার সঞ্চয়পত্রের সুদের হার কমালেও তা ব্যাংকের চেয়ে বেশি। যে কারণে আমানত চলে যাচ্ছে সঞ্চয়পত্রের দিকে। পাশাপাশি ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধি কমছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি কমেছে তিন দশমিক ২১ শতাংশ। গত অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৬০ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরে আমানতের প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৮১ শতাংশ।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম যুগান্তরকে বলেন, সঞ্চয়পত্রে সুদের হার কমলেও ব্যাংকের আমানতে সুদ হারের তুলনায় অনেক বেশি। এ জন্য সঞ্চয়পত্র বিক্রি অব্যাহতভাবে বাড়ছে। তিনি আরও বলেন, শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দা এবং ব্যাংকে আমানতে সুদের হার কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সঞ্চয়পত্রকেই বেছে নিচ্ছেন অনেকে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, ২০১৪-১৫ অর্থবছর মোট আমানতের পরিমাণ সাত লাখ ৫২ হাজার ৫৪৮ কোটি টাকা। গত জুনে ব্যাংকগুলো গড়ে ৬ দশমিক ৮০ শতাংশ সুদে আমানত নিয়েছে। আগের বছরের একই মাসে গড় সুদহার ছিল সাত দশমিক ৭৯ শতাংশ। ২০১৩ সালের জুন শেষে যা ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল যুগান্তরকে বলেন, ব্যাংকের আমানতের সুদহারের চেয়ে সঞ্চয়পত্রের সুদহার বেশি থাকার কারণে গত অর্থবছরে অনেকে সঞ্চয়পত্রে টাকা রেখেছেন। এছাড়া উদ্যোক্তাদের অনেকে এখন বিদেশ থেকে কম সুদের ঋণ নেয়ার কারণে ব্যাংকগুলোর আমানত চাহিদা কিছুটা কমেছে। এতে আমানত প্রবৃদ্ধি আগের তুলনায় কমেছে। তবে ব্যাংক খাতের এ পরিস্থিতি নেতিবাচক নয়।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মতে, গত বছরজুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। বেসরকারি খাতে বিনিয়োগ হয়নি। উদ্যোক্তাদের ব্যাংক থেকে ঋণ নেয়া চাহিদা কমে যায়। এছাড়া ঋণ কেলেংকারি যেমন, বেসিক ব্যাংক, হলমার্ক, বিসমিল্লাহসহ বেশকিছু বড় আর্থিক কেলেঙ্কারির কারণে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বেড়েছে। ফলে এ খাতে ঋণ প্রবৃদ্ধিও কমে গেছে। ঋণ প্রবৃদ্ধি কমার কারণে ব্যাংকে বেড়েছে অলস টাকার পরিমাণ। অলস টাকা বিনিয়োগ না হওয়ায় ব্যাংকগুলো ধারাবাহিকভাবে আমানতের সুদহার কমিয়েছে। একইভাবে আমানতের সুদহার কমার সঙ্গে ব্যাংকগুলো ঋণের সুদও কিছুটা কমিয়েছে।

সূত্র মতে, গত অর্থবছরে বিদেশী খাতের চারটি ব্যাংক ছাড়া অন্য সব ব্যাংকের আমানত আগের বছরের তুলনায় বেড়েছে। এ সময়ে রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর আমানত বেড়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ।