Published in ভোরের কাগজ on Sunday 8 December 2019
পাঁচ কারণে পুঁজিবাজারে ধস
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, শেয়ার মার্কেটে এখন তাড়াতাড়ি সমাধানের কোনো সুযোগ নেই। কারণ তা দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ এবং সমস্যার ভেতরে আটকে আছে। পুঁজিবাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। অথচ বিভিন্ন সময় পুঁজিবাজার অস্থিতিশীল হয়ে ওঠে। এই কারণে পুঁজিবাজারের সংস্কারের বিষয়টি সিপিডির পক্ষ থেকে আগেও বলা হয়েছে। নানা প্রতিশ্রুতির পরও বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে না। বিশেষ করে গত নির্বাচনের পর থেকে পুঁজিবাজারে অস্থিরতা আরো বেড়েছে।
সিপিডি মনে করে, পাঁচ কারণে পুঁজিবাজারে সমস্যা দেখা দিয়েছে। এগুলো হচ্ছে দুর্বল আইপিও, বিশৃঙ্খল আর্থিক বিবরণী, বিও অ্যাকাউন্টে স্বচ্ছতার অভাব, সেকেন্ডারি মার্কেটে সন্দেহজনক লেনদেন ও প্রশ্নবিদ্ধ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজার নিয়ন্ত্রণ করার পাশাপাশি আরো বেশি শেয়ার ও বন্ড মার্কেটে জোগান দেয়া হলে পুঁজিবাজার হয়তো ঘুরে দাঁড়াবে। শেয়ারবাজারে দুষ্টচক্রের দুষ্ট কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারল্য সংকটের কারণে বাজারে সমস্যা। কিন্তু এটি ঠিক নয়। মূল সমস্যা সুশাসনের অভাব এবং প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকা। এ ছাড়া কোম্পানির আর্থিক রিপোর্ট স্বচ্ছ করার ওপর জোর দিতে হবে।