Originally posted in কালের কন্ঠ on 14 August 2022
জ্বালানি তেল ও গ্যাসের বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে। তাই জ্বালানির আমদানি ব্যয় বৃদ্ধির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত চাপের মুখে পড়েছে। সম্প্রতি জাতীয় বাজেটে এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর শীর্ষক এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, অনেক সময় দেশের ভেতরে সস্তা বিদ্যুৎ রেখে আমরা দামি বিদ্যুৎ নিয়ে আসছি কি না! আমাদের কাছে কিছুটা প্রশ্নের জায়গা তৈরি করেছে।
আমরা কম দামে বিদ্যুৎ আনার বিষয়টা নিশ্চিত করতে পারছি কি না, সেটা চিন্তা করতে হচ্ছে। ’
গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে ওভার জেনারেশন ক্যাপাসিটি। আমাদের দেশে প্রায় ৪২ শতাংশ অব্যবহৃত বিদ্যুৎ থেকে যাচ্ছে। এই অব্যবহৃত বিদ্যুৎ কোনো সমস্যা হতো না, যদি এটার জন্য কোনো পেমেন্ট করতে না হতো। কিন্তু সরকারকে এই অব্যহৃত বিদ্যুতের জন্যও পেমেন্ট করা লাগছে। এটি সরকারের জন্য একটি বড় দুশ্চিন্তার জায়গা।’