জীবনযাত্রার ব্যয় বাড়বে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

Published in সকালের খবর on Friday, 2 June 2017

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল ঢাকায় সিপিডি কার্যালয়ে বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।  জাতীয় বাজেট ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা চেয়েছিলাম এবারের বাজেট মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে না পারলেও যেন ব্যয় না বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন, শিল্প খাত, কৃষি খাত, উত্পাদন খরচ যেন না বাড়িয়ে দেয় যদি কমাতে না পারে। দুটোর একটিও এ বাজেটে রক্ষিত হয়নি। একটি সম্পূর্ণ অধ্যায় দেওয়া হয়েছে সুশাসন ও সংস্কারের ব্যাপারে কিন্তু গতানুগতিক একটি কথাও সুনির্দিষ্টভাবে নেই।