সব মিলিয়ে অর্থনীতি চাপের মুখে রয়েছে: ড. ফাহমিদা খাতুন

Published in কালের কন্ঠ on Thursday 5 December 2019

বর্তমানে আমাদের সার্বিক অর্থনৈতিক যে সূচকগুলো তা খুব একটা ঊর্ধ্বমুখী নয়। যেমন বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব আদায়, রপ্তানি বাণিজ্য, ব্যাংকিং খাত—সব মিলিয়ে অর্থনীতি চাপের মুখে রয়েছে। ফলে এর মধ্য দিয়ে রূপকল্প ২০২১ থেকে ২০৪১ কিভাবে অর্জিত হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আমাদের রাজস্ব ব্যবস্থার দিকে তাকালে দেখা যায়, কর এখনো জিডিপির ১০ শতাংশের নিচে। ব্যাংকিং খাতও দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। খেলাপি ঋণ বেড়েই চলেছে। এ অবস্থায় অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সক্ষমতাসহ অন্যান্য খাতে ভবিষ্যতে বড় বিনিয়োগ পাওয়া যাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।