রাজনৈতিক উত্তেজনা সংঘাতে রূপ নিলে অর্থনৈতিক সংকট আরও বাড়বে – ড. দেবপ্রিয়

Originally posted in সমকাল on 24 October 2022

রাজনৈতিক উত্তেজনা সংঘাতে রূপ নিলে অর্থনৈতিক সংকট আরও বাড়বে বলে সতর্ক করেছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সমকালকে বলেন: “বৈশ্বিক পরিস্থিতি এবং বিদ্যুৎ-গ্যাস সংকটে বিনিয়োগ কম হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিনিয়োগের চেয়ে ভোগের অবদান থাকবে বেশি। একে সুরক্ষা দিতে স্থিতিশীলতা এবং নিরবচ্ছিন্ন সংযোগ গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অস্থিরতায় স্থিতিশীলতা ও সংযোগ ক্ষতিগ্রস্ত করলে অর্থনীতিতে বড় নেতিবাচক প্রভাব ফেলবে।”

ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, “রাজনৈতিক ডামাডোল শুধু বাজার ব্যবস্থাকে অনিশ্চিত নয়, আমন সংগ্রহ প্রক্রিয়া এবং এক কোটি পরিবারকে খাদ্য সহায়তার কর্মসূচিও বাধাগ্রস্ত করবে। নিম্নবিত্ত এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন, যাঁরা জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ। পরিবহন, দোকানপাট ও কারখানা বন্ধ হলে বেশিরভাগ মানুষ বিপদে পড়বে। ক্ষুদ্র উদ্যোক্তা, খুচরা ব্যবসায়ী, কর্মপ্রত্যাশী- সবাই এতে প্রভাবিত হবেন।”

বিস্তারিত পড়ুনঃ সমকাল