এখন সরকারের সবচেয়ে অগ্রাধিকার খাত হওয়া উচিত করোনা মোকাবেলা: তৌফিকুল ইসলাম খান

Published in যুগান্তর on Sunday 14 June 2020

বাজেট ২০২০-২১

করোনা মোকাবেলায় বরাদ্দ ২১ হাজার কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে করোনা মোকাবেলায় ২১ হাজার ২২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা মোট বাজেটের ৩ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে জরুরি সহায়তা তহবিলে থোক বরাদ্দ হিসেবে ১০ হাজার কোটি টাকা রাখা হয়েছে। বাকি টাকা বিভিন্ন প্রণোদনায় সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এ বরাদ্দ যথেষ্ট নয়। এ খাতে বরাদ্দ আরও বাড়ানো উচিত।