প্রণোদনার নামে ঋণ সময়োপযোগী নয় – দেবপ্রিয় ভট্টাচার্য

Published in আমাদের সময় on Saturday 25 April 2020

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সবার আগে জীবন বাঁচাতে হবে। এজন্য লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি চালু রাখতে হবে। পাশাপাশি জীবিকার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। এখন প্রণোদনা দেওয়া হচ্ছে ঋণের মাধ্যমে। প্রণোদনার নামে ঋণ দেওয়াটা এ মুহূর্তে সময়োপযোগী নয়। গতকাল আমাদের সময়ের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় বলেন, করোনার সংক্রমণের অর্থনীতিতে সংকট তৈরি হচ্ছে। সামষ্টিক অর্থনীতি আগের পুঞ্জীভূত দুর্বলতায় গত ছয় মাসে আরও দুর্বল হয়েছে। দুর্বল সময়ে আবার করোনার আঘাত এসেছে। এখন সংকট কতখানি তীব্র হয়, সেটি দেখার বিষয়। সামষ্টিক অর্থনীতিকে আগামী বাজেটে কীভাবে আলোচনায় রাখা হবে, সেটিই দেখার বিষয়। তিনি আরও বলেন, অন্যসব কিছু বিবেচনা বাদ দিয়ে লকডাউন অব্যাহত রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবকিছুর আগে জীবন। এর পর আসে জীবিকার বিষয়টি। সরকার প্রণোদনা দিচ্ছে, বরাদ্দ পাঠাচ্ছে; কিন্তু সেটি সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তার তথ্য নেই। প্রণোদনার ক্ষেত্রে তিনটি বিষয় স্বচ্ছতা, বিতরণের দক্ষতা এবং সামাজিক জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। কারা প্রণোদনা পাচ্ছে, ইউনিয়ন পর্যায় থেকে তার সঠিক তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে না। এটি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সর্বজনীন সহায়তানীতি যেহেতু নেই, তাই নিম্ন-মধ্যবিত্তদের প্রণোদনার আওতাভুক্ত করতে হবে।