এখনই সংস্কারের সবচেয়ে ভালো সময়: ফাহমিদা খাতুন

Published in কালের কন্ঠ on Wednesday 8 July 2020

কেয়ার বাংলাদেশ ও কালের কণ্ঠ’র যৌথ উদ্যোগে ওয়েবিনার

‘কোভিডজনিত আর্থ-সামাজিক ঝুঁকি থেকে উত্তরণ : অর্থায়ন ও নীতিকৌশল’

ড. ফাহমিদা খাতুন

যেহেতু এটি কোভিড-১৯ বছর, তাই এই বাজেটটিকে কোভিড বাজেট হিসেবেই আশা করেছিলাম। সে অনুযায়ী কিছুটা চেষ্টাও করা হয়েছে। কৃষি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, খাদ্য, স্বাস্থ্যতে জোর দেওয়া ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাজেটে প্রবৃদ্ধির মোহ রয়েছে। এটা বাস্তব মনে হয়নি। সারা বিশ্ব কোভিডের কারণে ওলটপালট হয়ে গেছে। একদিকে অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গেছে, এ পরিপ্রেক্ষিতে পৃথিবীর সব দেশই তাদের প্রবৃদ্ধির হিসাবটা বর্তমান ও আগামী অর্থবছরের জন্য নিচে নামিয়ে এনেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও প্রবৃদ্ধির হিসাব নিম্নমুখী করেছে। তাই বাংলাদেশের জন্যও এটি চিন্তার কিছু ছিল না। আমাদের করজালের আওতা অনেক ছোট। উচ্চবিত্তের অনেকেই কর দিচ্ছেন না বা ফাঁকি দিচ্ছেন। কোভিডের সময়ই সংস্কারের সবচেয়ে ভালো সময়। কর ব্যবস্থাপনাকে অটোমেশন করতে হবে।