বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: রাজনৈতিক চিন্তাধারা – রওনক জাহান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর কর্মপ্রেরণার উৎস হিসাবে চিহ্নিত করেছেন বাঙালি এবং মানব সম্প্রদায়ের জন্য তাঁর ভালবাসা। এই আত্মপরিচয় থেকেই আমরা উপলব্ধি করতে পারি তাঁর রাজনৈতিক চিন্তাধারার চারটি বৈশিষ্ট্য: বাঙালি জাতিস্বত্বা, জনসম্প্রীতি, অসাম্প্রদায়িকতা এবং সমাজতন্ত্র।

তাঁর রাজনৈতিক চিন্তাধারার অবশ্যই আরও অনেক বৈশিষ্ট্য ছিল। কিন্তু এই চারটি বৈশিষ্ট্য সম্পর্কে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: রাজনৈতিক চিন্তাধারা” শীর্ষক প্রবন্ধের মাধ্যমে গত ১৭ এপ্রিল ২০১৯-এ, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল আয়োজিত সেমিনারে উপস্থাপন করেন সিপিডি’র সম্মাননীয় ফেলো প্রফেসর ড. রওনক জাহান।

বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তাধারার এই চারটি বৈশিষ্ট্যের প্রতিফলন আমরা আমাদের সংবিধানের চার মূলনীতিতে দেখতে পাই।

তাঁর কর্মকাণ্ডের লক্ষ্য তিনি খুব সহজ দুটি শব্দে প্রায়ই ব্যক্ত করতেন। তিনি প্রায়ই বলতেন তাঁর লক্ষ্য হচ্ছে সোনার বাংলা গড়ে তোলা, কিংবা তিনি বলতেন দুঃখি মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চান

বঙ্গবন্ধু তাঁর বক্তৃতায় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, কিংবা অন্য তাত্ত্বিক বিষয় নিয়ে মাথা ঘামাতেন না। তিনি ঠিকই জানতেন একটি হাসি কত অমূল্য এবং সেই অমূল্য সম্পদ অর্জন করাটাই ছিল তাঁর লক্ষ্য।

 

ডাউনলোড করুন