এডিপি বাস্তবায়ন ও প্রবৃদ্ধি অর্জন দুরূহ হবে – মোস্তাফিজুর রহমান

Professor Mustafizur Rahman tells Bonik Barta the challenges of ADP realisation and revenue target, published on Friday, 5 June 2015.

এডিপি বাস্তবায়ন ও প্রবৃদ্ধি অর্জন দুরূহ হবে — অধ্যাপক মোস্তাফিজুর রহমান

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও প্রবৃদ্ধির যে প্রাক্কলন করা হয়েছে, তা অর্জন চ্যালেঞ্জিং হবে। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আহরণের যে লক্ষ্য ধরা হয়েছে, তা তাদের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিষ্ঠানটির সক্ষমতা ও দক্ষতা না বাড়িয়ে আয়ের লক্ষ্য বাড়ানো হলে তা অর্জন নিয়ে সংশয় থেকে যাবে। এডিপি ব্যয়ের যে লক্ষ্য ধরা হয়েছে, তা সংশোধিত এডিপি ব্যয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে মন্ত্রণালয়সহ সরকারি সব সংস্থা ও প্রতিষ্ঠানের এডিপি বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রে দক্ষতা ও স্বচ্ছতা আনতে হবে। সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে, তা কাটিয়ে সেগুলো সঠিক সময়ের মধ্যে বাস্তবায়নের দিকে গুরুত্ব দিতে হবে। মোটা দাগে বলতে গেলে রাজস্ব আয়, এডিপিসহ ব্যয় ও প্রবৃদ্ধির প্রাক্কলন অর্জন দুরূহ হবে বলে আমি মনে করি।