জাতীয় বাজেট ২০১৭-১৮ এর জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে গত ১৬ এপ্রিল ২০১৭ সিপিডি আয়োজন করেছিল প্রাক-বাজেট মিডিয়া ব্রিফিং। এ ব্রিফিংয়ে সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অর্থনীতি, জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন।
বাজেট প্রণয়নের আর্থিক কাঠামোর গুণমান বৃদ্ধি করা, আয়-ব্যয়ের সামর্থের মাঝে সামঞ্জস্য আনয়ন, রাষ্ট্রীয় আয়ের প্রক্রিয়া শক্তিশালীকরণ, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের আনুপাতিক সামঞ্জস্য আনয়ন, রপ্তানি আয় ও রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধিকরণে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় এই সকল কৌশলের মাঝে আলোচিত হয়।