Originally posted in Samakal on 1 February 2024
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সমকালকে বলেন, দুর্নীতি সূচকে বাংলাদেশের যে অবনতি হয়েছে, তা জনগণের অভিজ্ঞতারই প্রতিফলন। সাম্প্রতিক সময়ে মতপ্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন সূচকে যে অবনতি হয়েছে, তার সঙ্গে দুর্নীতির সূচকের অবনতির সম্পর্ক রয়েছে। এ ছাড়া গণতান্ত্রিক পরিবেশের বর্তমান যে প্রবণতা, তার সঙ্গে দুর্নীতি বাড়ার ধারণাকে ব্যাখ্যা করা যেতে পারে। কারণ, স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া দুর্নীতি কমানো যায় না। বাংলাদেশে স্বচ্ছতা ও জবাবদিহি দুর্বল, ফলে দুর্নীতির ধারণা সূচকে যেসব তথ্য ও পরিসংখ্যান এসেছে, তা যুক্তিযুক্ত মনে হয়।