Published in আমাদের অর্থনীতি on Thursday, 22 March 2018
কায়েস চৌধুরী
বাংলাদেশে বেকারের সংখ্যাটা মাঠ পর্যায়ের উপর কাজ করে বের করা হয়েছে। আমাদের দেশের জনসংখ্যার একটি বড় অংশ শিক্ষিত নারী। এর মাঝে বেশির ভাগ নারীই কাজ খুঁজে না। তাদের কাজ করার কোনো ইচ্ছা নাই। তাদেরকে তো আমরা বেকার বলতে পারি না। সেই জন্যই সংখ্যাটা কম দেখায়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ি দেশের বেকার সংখ্যা ২৭ লাখের কম প্রসঙ্গে আলাপকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) -এর সম্মানণীয় ফেলো পরিচালক মোস্তাফিজুর রহমান আমাদের অর্থনীতিকে এসব ব্যাপারে বলেন।
তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছে। রিপ্রেজেন্টেটিভ প্রশ্নপত্র দিয়ে জিজ্ঞেস করেছে আপনি কাজ করতে আগ্রহী কি ? হ্যা অগ্রহী। গত এক সপ্তাহে কাজ খুঁজেছেন কি ? হ্যা খুঁজেছি। কাজ পেয়েছে? পাই নাই। তাহলে তাকে বেকার হিসেবে গণনা করা হয়েছে। সুতরাং আমাদের দেশে একটা বড় অংশ নারী, তার মানে তাদের একটা বড় অংশই তো শ্রম বাজারেই নাই। তবে নারীর এই বড় অংশটি সম্ভাব্য শ্রমশক্তি হতে পারে। তিনি আরও বলেন, যে ব্যক্তি গত এক মাস ধরে কাজ খুঁজে নাই তাদেরকে আমরা বেকার হিসেবে গণনা করি না। আমাদের দেশে অনেক ব্যক্তি আছে যারা শিক্ষিত হওয়ার পরেও কাজ করতে আগ্রহী না। তাদেরকে তো আর বেকার বলতে পারি না। এসব কিছুর উপর ভিত্তি করে বেকার সংখ্যাটা উল্লেখ করা হয়েছে।