অমর একুশে বইমেলায় সিপিডি’র স্টল

 

প্রতি বছরের মত এবারের বইমেলা “অমর একুশে গ্রন্থমেলা ২০১৮”-এ সেন্টার ফর পলিসি ডায়লগের স্টল (সিরিয়াল নাম্বার ৩২-৩৩) থাকছে। সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টলটি উদ্বোধন করেন।

 

মাসব্যাপী এই বইমেলায় সিপিডির বিভিন্ন প্রকাশনা যেমন – বই, গবেষণা প্রতিবেদন, জার্নাল, সংলাপ প্রতিবেদন, পলিসি পেপার ও নিউজলেটার এই স্টল থেকে সংগ্রহ করা যাবে।