Originally posted in সমকাল on 17 October 2022
বাংলাদেশ কোথায় আছে, আগামীতে কোন দিকে যাচ্ছে- এমন প্রশ্নের উত্তরে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সমকালকে বলেন, এই অর্থবছরের বাজেট ঘোষণার পর গেল সাড়ে তিন মাসে অর্থনীতির অবস্থা অনেক নাজুক হয়েছে। আগামীতে আরও দুর্বল হওয়ার শঙ্কা রয়েছে। ফলে বাজেটের বিভিন্ন প্রাক্কলন অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
তাঁর মতে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সব প্রাক্কলন একমুখী ও নিম্নগামী। সাধারণ হিসাবে মন্দা এলে চাহিদা কমার কথা। যেহেতু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অন্য কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, তাই মূল্যস্ফীতি কমছে না। বিশ্ব অর্থনীতির প্রভাব সব দেশের ওপর আসছে। খেয়াল রাখতে হবে, একই রোগ একেকজনের ওপর ভিন্ন প্রভাব ফেলে। যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সে পরিস্থিতিকে ভালোভাবে মোকাবিলা করতে পারে। বাংলাদেশের অর্থনীতির দুর্বলতা অনেক জায়গায়। এখানে আর্থিক খাতে সংস্কারের ঘাটতি রয়েছে, সুশাসনের অভাব আছে। এক টাকার জিনিস ১০ টাকা দিয়ে কিনে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এখন নজরটা এসব জায়গাতেই বেশি করে দিতে হবে।
ড. দেবপ্রিয় মনে করেন, অর্থনীতির আলোচনায় এখন রাজনৈতিক দৃশ্যপটও বেশ গুরুত্বপূর্ণ। কারণ, সাম্প্রতিক কিছু পরিস্থিতি এমনই বার্তা দিচ্ছে- দেশ রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার দিকে যাচ্ছে। রাজনৈতিক ঘটনা যাতে অর্থনৈতিক পরিস্থিতিকে বিপর্যয়ের দিকে ধাবিত করতে না পারে, সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে।
বিস্তারিত পড়ুনঃ সমকাল