গ্যাস-বিদ্যুৎ না দিলে বিনিয়োগ আসবে না – মোস্তাফিজুর রহমান

Originally posted in কালের কন্ঠ on 20 January 2025

আগের সরকারের আমলে ইকোনমিক জোন করার ক্ষেত্রে অপরিকল্পিতভাবে উচ্চাভিলাসী পরিকল্পনা নেওয়া হয়েছিল। ইকোনমিক জোন করার সময় পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা একই সঙ্গে করা দরকার ছিল। সেটা করলে এখন শিল্প কারখানাগুলো চালু করতে কোনো সমস্যা হতো না।

বেজা এরই মধ্যে পাঁচটি ইকোনমিক জোন বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।

মিরেরসরাইয়ে যেহেতু জমি অধিগ্রহণ, প্লট বরাদ্দ ও শিল্প স্থাপনের কাজগুলো এগিয়ে গেছে, সেহেতু সেখানে শিল্প চালু করতে দ্রুত পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া উচিত।
শুধু জমি দিলে তো হবে না। ওয়ান স্টপ সার্ভিসের সেবাগুলোও দিতে হবে। সেটা না দিলে তো সেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারী কেউ-ই আসবে না।

তাই এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করি।

গ্যাস, সিইটিপিসহ বেশ কিছু সেবা যেগুলো শিল্প চালু করতে দরকার সেগুলো দ্রুত দেওয়ার ব্যবস্থা করা দরকার। সেগুলো চালু করতে পারলে যেমন কর্মসংস্থান হবে, তেমনি পণ্য বিদেশে রপ্তানি করাও যাবে।

আগের সরকারের আমলে গ্যাস বিদ্যুতের কোনো ব্যবস্থা না করেই একটার পর একটা ইকোনমিক জোন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

এ ধরনের অপরিকল্পিত পরিকল্পনা নেওয়া ঠিক হয়নি। কোনো কিছুর ব্যবস্থা না করে উচ্চাভিলাসী পরিকল্পনা নিলে তো সেটা বাস্তবায়ন করা যায় না। সেটাই এখন দেখা যাচ্ছে। পরিকল্পিতভাবে করা হলে এখন অনেক শিল্প কারখানা চালু করা যেত।

লেখক : সম্মাননীয় ফেলো, সেন্টার পলিসি ডায়লগ (সিপিডি)