Thursday, January 29, 2026
spot_img
Home CPD in the Media

জবাবদিহিমূলক হতে হবে: তৌফিকুল ইসলাম খান

Originally posted in বাংলাদেশ প্রতিদিন on 20 May 2021

আাগামী অর্থবছরে বাস্তবায়নযোগ্য ও জবাবদিহিমূলক বাজেট চান বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির জ্যেষ্ঠ গবেষক ড. তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, এবার করোনা মোকাবিলা ও প্রভাব বিবেচনার  বাজেট চাই। এ বাজেটে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাহিদা তৈরির ওপর জোর দিতে হবে।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে রবিবার আলাপকালে এসব কথা বলেন ড. তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমরা প্রান্তিক মানুষের জন্য বাজেট চাই। এবার প্রবৃদ্ধি ও বিনিয়োগের চেয়ে পুনর্বণ্টনের বাজেট চাই। সামাজিক নিরাপত্তা খাতে বেশি নজর চাই। দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বাজেট চাই। তিনি করোনা মহামারীতে কর্মসংস্থানে প্রভাবের চিত্র তুলে ধরতে গিয়ে সিপিডির ‘কভিডকালে আয় ও কর্মসংস্থান পরিস্থিতি : কীভাবে মানুষগুলো টিকে আছে’ শীর্ষক সাম্প্রতিক জরিপের তথ্য-উপাত্ত উল্লেখ করে বলেন, করোনা মহামারীর এক বছরে অর্থনৈতিক ধাক্কা সামলাতে দেশের ৭৮ শতাংশ মানুষ তাদের দৈনন্দিন খরচ কমিয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ৫০ শতাংশ মানুষ তাদের সঞ্চয় কমিয়েছে। এই সময়ে মানুষের আয় কমেছে প্রায় ৭ শতাংশ; তবু আয় নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে ৮৬ শতাংশ মানুষ। তিনি ওই জরিপের তথ্য উল্লেখ করে আরও বলেন, মহামারী শুরুর প্রথম দিকে এপ্রিল-মেতে যারা চাকরি হারিয়েছিলে তার বেশির ভাগই এক মাস পর চাকরি পেয়েছে। জরিপটি এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশের ১৪ জেলার ২ হাজার ৬০০ লোকের বাড়িতে গিয়ে পরিচালনা করা হয়।