“পিছিয়ে থাকার রাজনৈতিক প্রবণতা আগামী দিনের বাংলাদেশের বর্ধনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দেখা দিচ্ছে। এটি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আরেকটি রাজনৈতিক বোঝাপড়ার প্রয়োজন”।
– দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির সম্মাননীয় ফেলো এবং আহ্বায়ক, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ
গত ১৬ এপ্রিল ২০২৪, ঢাকায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও দ্য এশিয়া ফাউন্ডেশনের যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জোসেফ লেমোইন, পরিচালক, আটলান্টিক কাউন্সিলের ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি সেন্টার। অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস; কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, জনাব কাজী ফয়সাল সিরাজ, কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ, দ্য এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার গুরুত্বের কথা উল্লেখ করতে গিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “সদ্য সমাপ্ত নির্বাচনে দেখেছি, ক্ষমতাসীন দল নিজেরাই তাদের দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করেছে। স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণই বলে দেয় যে প্রতিযোগিতামূলক নির্বাচন কতটা জরুরি। আর আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আমরা এটা দেখতে পাব”।
বিস্তারিত জানতে পড়ুনঃ