গত ১৪ ই আগস্ট ২০১৯ অপরাহ্নে সিপিডি’র কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উক্ত আলোচনায় সিপিডি’র কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক এবং তাঁর জীবনী থেকে শিক্ষণীয় বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন।