বাণিজ্য সম্প্রসারণকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না – ফাহমিদা খাতুন

Originally posted in Independent News  on 26 January 2025

বিনিয়োগ-ব্যবসা নিয়ে আস্থার সংকটে বিনিয়োগকারীরা

দেশে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ নিয়ে আস্থার সংকটে পড়ার কথা জানিয়েছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। নীতির ধারাবাহিকতা না থাকা, অতিরিক্ত করের বোঝা ব্যবসার পরিবেশ উন্নয়নে বড় বাধা বলে মনে করেন তারা। রোববার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত সভায় এসব কথা উঠে আসে।

এসময় বিশ্লেষকরা বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে এখনও কার্যকর সংস্কার হয়নি। যদিও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলছেন, বাণিজ্য খাতের দুরাবস্থার জন্য অর্থ পাচারকারীরাই দায়ী।

২০১৬–১৭ অর্থবছরের চেয়ে জিডিপির অনুপাতে গত অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ছিল কম। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগ কমে দাঁড়ায় জিডিপির মাত্র দশমিক ৩ ভাগে।

বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারও গত ৫ মাসে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি বলে মত ব্যবসায়ীদের। অ্যামচেম আয়োজিত সেমিনারে তারা অভিযোগ করেন, এনবিআর–বাংলাদেশ ব্যাংকসহ সরকারি সংস্থাগুলো এখনও হয়রানি মুক্ত হয়নি।

মেটলাইফ এলিকোর প্রধান নির্বাহী আলাউদ্দিন আহমেদ বলেন, ‘অনেকেই এদেশে ব্যবসার ভবিষ্যত নিয়ে চিন্তিত। কেউ কেউ নতুন বিনিয়োগের পরিকল্পনা বাতিল করছে, ব্যবসার লক্ষ্যমাত্রা কমাচ্ছে। আমেরিকার ট্রাম্প প্রশাসনের প্রভাবেও বিশ্ব বাণিজ্যের গতি প্রকৃতি বদলে যাবে।’

এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর বলেন, ‘ভিয়েতনামসহ প্রতিযোগী দেশগুলো সহজে ব্যবসার সুচকে অনেক এগিয়ে। কিন্তু এখানে সরকার রাজস্বের বোঝা চাপিয়ে দিচ্ছে। এনবিআরের উচিৎ বিনিয়োগবান্ধব নীতি নেওয়া। যা কর্মসংস্থান বাড়াবে, অর্থনীতিও লাভবান হবে।’

সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনও জানান, এখনো বাজেট, মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিতে বাণিজ্য সম্প্রসারণকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

ফাহমিদা খাতুন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিডার মত গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলো স্বাধীন ভাবে কাজ করতে পারে, এমন সংস্কার এখনও হয়নি। অর্থনীতি পুনরুদ্ধারে বাণিজ্যের সম্ভবনা কাজে লাগানোর পরিবর্তে সরকার যেন বিদেশি ঋণের পেছনেই ছুটছে।’

নীতি ঘাটতির কথা স্বীকার করেন অর্থ উপদেষ্টাও। তিনি জানান, বাণিজ্যের দুরাবস্থার জন্য অর্থলোপাট করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নাজুক অর্থনৈতিক অবস্থায় দায়িত্ব নিয়ে কয়েকমাসের ব্যবধানে অনেকটাই উন্নতি করেছে বর্তমান সরকার। এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ অনেক জায়গায় চ্যালেঞ্জ আছে। আগামী বাজেটে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা থাকবে।’

এসময়, কাস্টমস পর্যায়ে অটোমেশন গুরুত্ব পাচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি, স্বীকার করেন, ভ্যাট ও আয়কর আদায়ের দুর্বলতায় রাজস্ব আহরণে চাপ বাড়ছে করপোরেট খাতে।