Published in শেয়ারবিজ on Thursday 1 August 2019
মোস্তাফিজুর রহমান
সম্মানীয় ফেলো, সিপিডি
বেসরকারি খাতে ঋণের চাহিদা তেমন নেই। এ জন্য অবকাঠামো সমস্যা, গ্যাসের অপ্রতুলতা ও পরিবেশগত অনিশ্চয়তা দায়ী। বেসরকারি খাতে বিনিয়োগ পরিবেশ উন্নত করা প্রয়োজন।
বেসরকারি খাতে বিনিয়োগ নানান বাধা রয়েছে। আমরা বেসরকারি খাতের বিনিয়োগে চাঞ্চল্য আনতে পারিনি। বিনিয়োগ বৃদ্ধি করতে হলে একটি চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করতে হবে। এটি করতে পারলে বেসরকরি খাত উজ্জীবিত হতো, ঋণের চাহিদা বৃদ্ধি পেত। এ জন্য গত মুদ্রানীতির প্রক্ষেপণও অর্জিত হয়নি। বিনিয়োগ পরিবেশের অনেক কিছুই মুদ্রানীতির আওতায় নেই। তাই বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাড়াতে আইনিসহ বিবিধ খাতের সংস্কার করতে হবে। ব্যবসায়ীদের অনিশ্চয়তা থেকে বের হওয়ার পরিবেশ দিতে হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ না হলে বিনিয়োগ হবে কীভাবে।