Originally posted in খবরের কাগজ on 18 February 2024
বাংলাদেশের মানবিকতার প্রতি সম্মান দেখিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখা উচিত। প্রথম দিকে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা যেভাবে সহায়তা দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বলেছে পরবর্তী সময়ে সেই কথা রাখেনি। এটা বাংলাদেশের অভিযোগ।
আমাদের দাবি থাকবে, তাদের কথা অনুযায়ী বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে সেটার প্রতি যেন তারা সম্মান দেখিয়ে সহযোগিতা আরও বাড়ায়। পাশাপাশি সংকট সমাধানেও ভূমিকা রাখে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গাদের জন্য যে সহযোগিতা চেয়েছে সেই তুলনায় পাচ্ছে কম। সহযোগিতা দেওয়ার পরিমাণ প্রথমদিকে যা ছিল এখন কমছে। প্রয়োজন এবং প্রকৃত সহায়তা- দুটোর মধ্যে পার্থক্য দিনদিন বাড়ছে।
– ড. মোস্তাফিজুর রহমান, সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)