Thursday, January 29, 2026
spot_img
Home Op-eds and Interviews Debapriya Bhattacharya

গত বাজেট বাস্তবায়িত হলেই এ বাজেট বাস্তবসম্মত – দেবপ্রিয় ভট্টাচার্য

Dr Debapriya Bhattacharya talks to Dainik Amader Shomoy on FY16 budget implementation, published on Friday, 5 June 2015.

দেবপ্রিয় ভট্টাচার্য
গত বাজেট বাস্তবায়িত হলেই এ বাজেট বাস্তবসম্মত

প্রতিবছরই বাজেট প্রস্তাব করা হয়। তাই বাজেট বাস্তবায়নের আগে গত বছরের বাজেট যা দিয়ে শেষ হলো তার মূল্যায়ন করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। গতকালে বাজেট প্রস্তাবনার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ বছর বাজেট কেমন হবে তা পর্যালোচনা করার জন্য গত বছরের বাজেট পর্যালোচনা করতে হবে। গত বছরের বাজেট সফল হলেই এ বছরের বাজেট বাস্তবসম্মত হবে। বাজেট প্রস্তাবনায় আগের বছরের বাজেট সম্পর্কে তেমন কিছুই নেই। ট্যাক্স আদায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে সঠিক তথ্য থাকলে এবারের বাজেট সম্পর্কে পর্যালোচনা করা সহজ হতো বলে মনে করেন তিনি।