প্রণোদনা প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট নয়: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

Published in দৈনিক ইত্তেফাক on MondayApril 2020

প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনার বিষয়টি প্রয়োজনীয় হলেও যথেষ্ট নয়। এ মুহূর্তে অর্থনীতি সচল রাখতে আর্থিক তারল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি সঠিক। কিন্তু এই তারল্য জোগান দেওয়ার মতো আর্থিক কাঠামো এবং ব্যাংকগুলোর অবস্থা আছে কি না সে বিষয়টি দেখতে হবে। সরকার যাদের জন্য এই প্রণোদনা ঘোষণা করল এই সুবিধা তাদের কাছে কতটা পৌঁছাবে সেটি দেখতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে, তৈরি পোশাক শ্রমিকদের একাউন্টে সরাসরি সরকারি প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার যে সিদ্ধান্ত এসেছিল, সে বিষয়ে আপত্তি জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠনগুলো। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শুধু তারল্য বাড়ানো যথেষ্ট হবে না। সমস্যা মোকাবিলায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), কর কাঠামোসহ বাজেটের অর্থায়নের বিষয়গুলোও বিবেচনা করতে হবে।