CPD will celebrate 50 years of Bangladesh’s independence
The Centre for Policy Dialogue (CPD) will undertake a number of activities to celebrate the Mujib Barsho and 50 years of Bangladesh’s independence. These include dedicated events and publications. This was decided by the Board of Trustees (BoT) of CPD at its 56th meeting in Dhaka on Tuesday, 2 February 2021.
CPD Board appreciated CPD’s research and outreach-related activities during July-December 2020. Some of the research during this period include— Challenges of Policymaking in Times of Pandemics: State of the Bangladesh Economy in FY2020, CPD’s Recommendations for the National Budget FY2021-22; Health and Economic Risks of Corona Pandemic and Recommendations, Assessment of Public Policy Interventions and Proposals for Food and Income Security of the Marginalised; Challenges for the Marginalised Youth in Accessing Jobs: How Effective is Public Service Delivery? Improved Coordination of International Climate Finance in Bangladesh; Harnessing Trade for Sustainable Development with Focus on Graduating LDCs in Asia and the Pacific.
The Board approved the CPD’s plan for research, dialogue, publication and outreach-related activities for January-December 2021. CPD Board also approved CPD’s interim accounts statement for July-December 2020 and revised budget for FY 2020-21 at the meeting.
Presided over by Professor Rehman Sobhan, Chairman, CPD, the Board meeting was attended by Trustee Members Ms Khushi Kabir, Coordinator, Nijera Kori; Mr M Syeduzzaman, former Finance Minister; Mr Syed Manzur Elahi, Chairman, APEX Group; Ms Rasheda K Choudhury, Executive Director, CAMPE; Professor Syed Manzoorul Islam, former Professor of English Departement, Dhaka University, Dr Shahdeen Malik, eminent jurist; Dr Debapriya Bhattacharya and Professor Mustafizur Rahman, Distinguished Fellows, CPD; Dr Fahmida Khatun, Executive Director, CPD and Member-Secretary, CPD Board of Trustees. Dr Khondoker Golam Moazzem, Research Director and Mr M Shafiqul Islam, Director, Administration & Finance of CPD were also present at the meeting on invitation.
বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উৎযাপন করবে সিপিডি
বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর পঁচিশ বছর উৎযাপন করতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করবে সিপিডি। গত মঙ্গলবার ২ ফেব্রুয়ারী ২০২১ তারিখে সিপিডি’র বোর্ড অফ ট্রাস্টিজের ৫৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বোর্ড সভায় সদস্যবৃন্দ গত জুলাই-ডিসেম্বর ২০২০ সময়ের মধ্যে সিপিডি পরিচালিত বিভিন্ন গবেষণা ও প্রচারণা কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য গবেষণাসমূহ হলো, অতিমারি চলাকালীন নীতিনির্ধারণের চালেঞ্জ; বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা; ২০২১-২২ অর্থবছরের বাজেটের জন্য সুপারিশমালা; করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়; কোভিড-১৯: সরকারগৃহীত পদক্ষেপসমূহের কার্যকারিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও আয় নিরাপত্তা; চাকরিতে প্রবেশের ক্ষেত্রে প্রান্তিক যুবকদের জন্য চ্যালেঞ্জ: জনসেবা বিতরণ কতটা কার্যকর? বাংলাদেশে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের উন্নত সমন্বয়; এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্নাতকোত্তর এলডিসিগুলোতে বিশেষ মনোযোগ সহ টেকসই উন্নয়নের জন্য বাণিজ্য বৃদ্ধি।
সভায় বোর্ড সদস্যগণ জানুয়ারী–ডিসেম্বর ২০২১ সময়কালের জন্য সিপিডি’র গবেষণা, সংলাপ, প্রকাশনা ও প্রচারণা সংক্রান্ত সার্বিক কর্মপরিকল্পনা অনুমোদন করেন। এছাড়া সভায় জুলাই-ডিসেম্বর ২০২০ সময়ের আর্থিক বিবৃতি ও ২০২০-২১ সালের সংশোধিত বাজেট অনুমোদিত হয়।
সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিপিডি’র ট্রাস্টি বোর্ডের সদস্য- নিজেরা করি-র সমন্বয়ক খুশী কবির, সাবেক অর্থমন্ত্রী জনাব এম সাইদুজ্জামান, এপেক্স গ্রুপের চেয়ারম্যান জনাব সৈয়দ মঞ্জুর এলাহী, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশিষ্ট আইনবিদ ড. শাহদীন মালিক, সিপিডি’র সম্মাননীয় ফেলোদ্বয় ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং সিপিডি’র নির্বাহী পরিচালক ও সিপিডি ট্রাষ্টি বোর্ডের সদস্য-সচিব ড. ফাহমিদা খাতুন অংশগ্রহণ করেন। এছাড়াও ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি এবং জনাব এম শফিকুল ইসলাম, পরিচালক, প্রশাসন ও অর্থ, সিপিডি আমন্ত্রণসাপেক্ষে এ সভায় উপস্থিত ছিলেন।