জাতীয় উন্নয়নে অঙ্গীকার – শিক্ষা

    নির্বাচনী ইশতেহার যেকোনো রাজনৈতিক দলের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। জনসাধারণ ইশতেহারের মাধ্যমেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন এবং তার ভিত্তিতেই ভোট দিয়ে থাকেন। জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলো নানা রকম নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এইসব  নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে দৃশ্যমান কোনো আলোচনা হয় না। নির্বাচন পরবর্তীতে ক্ষমতাসীন দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন করল, তারও কোনো পর্যালোচনা থাকে না। নাগরিকরাও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়বদ্ধ করার ব্যাপারে ততটা আগ্রহী থাকেন না। ২০১৮ সালের নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।

    এই ইশতেহারে শিক্ষাকে একটি অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করতে সর্বস্তরে শিক্ষার সুযোগ তৈরি এবং সবার জন্য পর্যাপ্ত শিক্ষালাভের অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। আর্থ-সামাজিক গতিশীলতা আনয়নে এবং নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠ সমাজ সৃষ্টিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নীতি সংক্ষেপে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ১৬ এর আলোকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত শিক্ষা খাত সংশ্লিষ্ট প্রধান প্রতিশ্রুতি, প্রতিশ্রুতিসমূহের অর্জন, সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে।

    Download Policy Brief

    Publication period: June 2022