Originally posted in প্রথম আলো on 17 December 2024
গোলটেবিল
জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার প্রস্তাব
এমবাসি অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশের সহায়তায়, ইউএনডিপি বাংলাদেশের স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্প ও প্রথম আলোর আয়োজনে ‘জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার প্রস্তাব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় ২১ নভেম্বর ২০২৪। এ আয়োজনে গবেষণা সহায়তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি)।
তৌফিকুল ইসলাম খান
সিনিয়র রিসার্চ ফেলো, সিপিডি
বিবিএসকে প্রথমে ঠিক করতে হবে সব তথ্য–উপাত্ত কার জন্য তৈরি করা হচ্ছে। যদি বিবিএস মনে করে তথ্য–উপাত্ত সরকারের জন্য তৈরি হচ্ছে, তাহলে এটি একটি অসম্পূর্ণ চিন্তা। এখন তথ্য-উপাত্তের মালিক যদি জনগণ হয়, তাহলে একে অবশ্যই উন্মুক্ত করতে হবে। আজ থেকে ১০ বছর আগের বিবিএসের রিপোর্ট থেকে সরাসরি কপি করা যেত। আর এখন রিপোর্টগুলো সব ছবি দিয়ে ভরা। মূল্যস্ফীতির উপাত্ত আপনি উন্মুক্ত করে দেন, কোন বাজার থেকে কত নিয়েছেন। তার সঙ্গে এক্সেল শিটসহ তুলে দিন গত তিন বছরের, এখান থেকে মূল্যস্ফীতি এটা এসেছে। তারপর আমরা তা নিয়ে বিতর্ক করি। স্বচ্ছতা একটা বড় জায়গা। বিবিএস বলুক, তার তথ্য-উপাত্ত উন্মুক্ত আছে, যেকোনো গবেষক চাইলেই ব্যবহার করতে পারেন। বিষয়গুলো সংশোধনে কোনো আইন পরিবর্তন করতে হবে না, নীতিমালার প্রয়োজন হবে না, অর্থ খরচও করতে হবে না। বিবিএস পদক্ষেপ নিলেই হবে।