বাংলাদেশের চামড়া শিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত। কিন্তু প্রতি বছর ঈদ-উল-আযহায় সংগৃহীত বিপুল পরিমাণ কাঁচা চামড়া অদক্ষ জবাই, সংরক্ষণে অব্যবস্থাপনা এবং বাজারে অস্বচ্ছ কার্যক্রমের কারণে প্রকৃত মূল্য হারায়। এই গবেষণায় গবাদিপশু পালন থেকে শুরু করে জবাই, সংরক্ষণ, পরিবহন এবং ট্যানারি পর্যন্ত পুরো সরবরাহ শৃঙ্খল বিশ্লেষণ করা হয়েছে। বিস্তৃত মাঠপর্যায়ের তথ্য ও অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে গবেষণাটি তুলে ধরেছে কীভাবে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সচেতনতার অভাব এবং বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতা চামড়ার গুণগত মান ও দামে নেতিবাচক প্রভাব ফেলে। প্রমাণভিত্তিক বিশ্লেষণ ও নীতিগত সুপারিশ সম্বলিত এই প্রতিবেদনটি নীতি-নির্ধারক, শিল্পখাতের অংশীজন ও উন্নয়ন সহযোগীদের জন্য অপরিহার্য, যারা বাংলাদেশের চামড়া শিল্পকে আরও কার্যকর, স্বচ্ছ ও টেকসই করতে আগ্রহী।
লেখকবৃন্দ: খন্দকার গোলাম মোয়াজ্জেম, তামিম আহমেদ, আতিকুজ্জামান সাজিদ
প্রকাশকাল: আগস্ট ২০২৫