Professor Mustafizur Rahman on economic outlook for 2016

Published in প্রথম আলো on Friday, 01 January 2016

 

বিনিয়োগই বড় চ্যালেঞ্জ

মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক সেন্টার ফর পলিসি ডায়ালগ

বিদায়ী ২০১৫ সালের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে নতুন বছরে বিনিয়োগের ত্বরণ সৃষ্টি করে প্রবৃদ্ধির মাত্রাকে উচ্চস্তরে নিয়ে যাওয়াই হবে বড় চ্যালেঞ্জ। এ জন্য সাশ্রয়ীভাবে প্রয়োজনীয় অবকাঠামো বিনির্মাণ করতে হবে। অন্য চ্যালেঞ্জগুলো হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা; প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি; বিনিয়োগের জন্য অনুকূল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি এবং প্রতিযোগীসক্ষম উৎপাদনশীলতার সক্ষমতা বাড়ানো।

২০১৫ সালে যোগাযোগ ও বাজার-সুবিধাসহ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বছরে এগুলোকে কাজে লাগিয়ে আঞ্চলিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে হবে, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন নতুন দিক উন্মোচিত হয়।

কয়েক বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সরকারি বিনিয়োগের অংশ কিছুটা বাড়লেও ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে চাঞ্চল্য দেখা যাচ্ছে না। এ জন্য ব্যক্তি বিনিয়োগের অনিশ্চয়তা দূর করতে হবে। ব্যক্তি বিনিয়োগের প্রণোদনাগুলোকে কাজে লাগাতে হবে।