জাতীয় উন্নয়নে অঙ্গীকার – মানসম্মত কর্মসংস্থান

    রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার একটি গুরুত্বপূর্ণ দলিল, যার ভিত্তিতে নির্বাচন পরবর্তী সময়ে সেই দলের কার্যক্রম মূল্যায়ন করা যেতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভোটারদের দৃষ্টি আকর্ষণে নির্বাচনী ইশতেহারের মাধ্যমে বেশকিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে। নির্বাচনী প্রতিশ্রুতি গুলির মধ্যে কিছু নির্দিষ্ট ও লক্ষ্য-ভিত্তিক দিক থাকলেও তার বড় একটি অংশ বাস্তবতার নিরিখে করা হয় না বলেই মনে হয়। বরং তা কেবল নির্বাচনী প্রচার প্রচারণার জন্য তৈরি করা হয়। ২০১৮ সালের নির্বাচনের আগে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ: নির্বাচনী ইশতেহার ২০১৮” শীর্ষক একটি বিস্তারিত ইশতেহার প্রকাশ করে।

    নির্বাচিত সরকার জনগনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এটাই কাম্য। বিশেষত উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে তা খুবই জরুরি। সুতরাং কর্মসংস্থান নিয়ে অঙ্গীকার করা সামগ্রিক নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়। মানসম্মত কর্মসংস্থান সম্পর্কিত নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন দিকে আলোকপাত করতেই এই গবেষণাটি করা হয়েছে। এই গবেষণার মূল প্রতিপাদ্য তিনটি: ক) নির্বাচনী প্রতিশ্রুতি প্রদানের বিষয়ে নাগরিকদের দৃষ্টিভঙ্গি, জ্ঞান ও অভিব্যক্তি, খ) জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে নীতিনির্ধারণী আলোচনায় আঞ্চলিক পর্যায়ের নাগরিকের অংশগ্রহণ বৃদ্ধি ও গ) নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে সরকার কর্তৃক গৃহীত/বাস্তবায়িত নীতিমূলক পদক্ষেপ।

    Publication period: June 2022

    Download Policy Brief