জাতীয় বাজেট ২০২২-২৩ সারসংক্ষেপ: মহিলা ও শিশু

    ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১-এর সাথে সঙ্গতি রেখে শিশু অধিকার প্রতিষ্ঠা করে তাদেরকে সামগ্রিক উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করবার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। নারীদের জন্য অবকাঠামো ও যোগাযোগ সেবা উন্নত করা হচ্ছে, সেইসঙ্গে নারীর মানবিক সক্ষমতা, অর্থনৈতিক অংশগ্রহণ এবং সুবিধা বৃদ্ধির জন্য নারীর কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় মা ও শিশু সহায়তা কার্যক্রমকে সর্বোত্তম বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবারের জাতীয় বাজেটে তহবিল বরাদ্দ করা হয়েছে। এই নীতি সংক্ষেপে এমন নানাবিধ উন্নয়ন কার্যক্রম এবং ২০২২-২৩ বাজেটে সংশ্লিষ্ট বরাদ্দ নিয়ে আলোকপাত করা হয়েছে।

    প্রকাশকাল: জুন ২০২২

    Download Policy Brief