জাতীয় বাজেট ২০২৩-২৪ সারসংক্ষেপ: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন

    রূপকল্প ২০৪১” বাস্তবায়নসহস্রাব্দ উন্নয়ন এবং টেকসই উন্নয়নের অভীষ্টসমূহ বা এসডিজি অর্জনের প্রচেষ্টার সাথে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ সরাসরি সম্পৃক্ত। গ্রাম ও শহরের ব্যবধান হ্রাস করে দেশের সকল নাগরিকের জন্য সমান সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে “আমার গ্রামআমার শহর”কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গ্রাম উন্নয়নে গৃহীত পদক্ষেপের ফলে ইতোমধ্যে দেশে দারিদ্র্যের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের “খানা আয় ও ব্যয় জরিপ” অনুসারে২০১৬ সালের তুলনায় শহরাঞ্চলে দারিদ্র্য কমেছে ৪.২ শতাংশ এবং পল্লী অঞ্চলে দারিদ্র্য  হ্রাস পেয়েছে ৫.৯ শতাংশ।  

    পল্লী ও নগর কাঠামো নির্মাণ ও সম্প্রসারণের আওতায় বিগত ১৪ বছরে পল্লী অঞ্চলে ৭৪ হাজার ৭০২ কিলোমিটার পাকা সড়ক৪ লক্ষ ৩০ হাজার ১৯৭ মিটার নতুন ব্রিজ১ হাজার ৭৬৭টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এবং ৩৯৯ টি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ বা সম্প্রসারণ করা হয়েছে। গ্রামের পাশাপাশি শহর অঞ্চলে ১১ হাজার ৭৮ কিলোমিটার সড়ক/ফুটপাত৪ হাজার ৫৭০ কিলোমিটার ড্রেন১৮ হাজার ৮৪৫ মিটার ব্রিজ/কালভার্ট৪৫টি বাস/ট্রাক টার্মিনাল ও ৫৩টি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে।  

    বর্তমান সরকারের সময়কালে পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রাম অঞ্চলে মোট ১০ লক্ষ ১৩ হাজার ২০০টি আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস এবং পৌর এলাকায় ১ হাজার ৪৬১টি উৎপাদক নলকূপ স্থাপন করা হয়েছে। নগরবাসীকে সুপেয় পানি সরবরাহের উদ্দেশ্যে ঢাকা ওয়াসার মাধ্যমে ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়ন করা হচ্ছে।  

    আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার নিরলস কাজ করছে এবং বিগত ১৪ বছরে নতুন ৫টি সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেছে। সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্তৃক প্রদত্ত সেবাসমূহ অনলাইনভিত্তিক করার প্রচেষ্টা অব্যাহত আছে। জলাবদ্ধতা দূরীকরণে ঢাকাসহ বড় শহরগুলোতে কাজ করছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক ‘খাল পুনরুদ্ধারসংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি’ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ২০২২-২৬ মেয়াদে বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।  

    গ্রামীণ অর্থনীতির উন্নয়নে অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্প জুলাই ২০২১ হতে জুন ২০২৪ মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও ২০২৫ সালের মধ্যে গ্রামীণ অর্থনীতিতে পানি সরবরাহ ব্যবস্থাকে অধিকতর পরিবেশবান্ধব করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

    প্রকাশকাল: জুন ২০২৩

    Download Policy Brief