এসডিজির মূল দর্শনই হচ্ছে কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। এ দর্শন বাস্তবায়নের জন্য যে কর্মকৌশল গ্রহণের কথা বলা হয়েছে তা হলো হোল অব সোসাইটি অ্যাপ্রোচ বা সমগ্র সমাজ পদ্ধতি। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় ও তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। আর এসব কর্মসূচিতে সম্পদ বরাদ্দ দেওয়া ও তা ব্যবহারের প্রধানতম মাধ্যম হচ্ছে জাতীয় বাজেট। এ বাজেট মানুষের আশা-আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারছে, তা নিয়ে তেমন আলোচনা হয় না। যাদের উদ্দেশ্য করে বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তারা বাজেট থেকে সুফল পাচ্ছেন কি না, স্থানীয় পর্যায়ে থেকে এ বিষয়গুলোকে তারা কীভাবে মূল্যায়ন করছেন, তা সঠিকভাবে জানা জরুরি। বাজেটের আওতায় বিভিন্ন খাতের কাঠামোগত ও অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সেগুলো আসলে যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, এই উন্নয়নের ফল সবাই সমানভাবে পেল কি না, অঞ্চলভিত্তিক বৈষম্য রয়েছে কি না প্রভৃতি নিয়ে আলোচনা করাও এ সংলাপের অন্যতম উদ্দেশ্য। এই প্রেক্ষাপটে নাগরিক প্ল্যাটফর্ম ২০২৩ সালের ৭ জুন রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘জাতীয় বাজেট ২০২৩-২৪: অসুবিধাগ্রস্ত মানুষেরা যা পেল’ শীর্ষক একটি মিডিয়া ব্রিফিং-এর আয়োজন করে। সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধি, প্ল্যাটফর্মের সহযোগী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সাংবাদিকসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন এবং তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন।
Publication Period: January 2024