জাতীয় উন্নয়নে অঙ্গীকার – জেন্ডার সমতা এবং নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন

    গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলো জনগণের কল্যাণে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে ভবিষ্যত পরিকল্পনা দিয়ে থাকে যাতে কিনা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়। রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দলগুলোর এই ধরণের ভবিষ্যত পরিকল্পনাই হচ্ছে নির্বাচনী ইশতেহার। এই ইশতেহারের মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা করে এবং সাধারণ মানুষও জানতে পারে যে, কোন রাজনৈতিক দল নির্বাচিত হলে কী করবে বা তাদের প্রতিশ্রুতিগুলো কি। সুতরাং বলা যায় যে, নির্বাচনী ইশতেহার হচ্ছে জনগণের প্রতি রাজনৈতিক দলের অঙ্গীকারের প্রতিচ্ছবি। ২০১৮ সালের নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।

    এই নির্বাচনী ইশতেহারে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়নের জন্যে, সরকারের পূর্ববর্তী সাফল্য ও অর্জন তুলে ধরে জনগণের নিকট ৫টি অঙ্গীকার করা হয়। এই নীতি সংক্ষেপের প্রধান উদ্দেশ্যগুলো হলো, নাগরিকদের মাঝে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা সম্পর্কিত নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ক্ষমতাসীন দলের সঙ্গে জনগণের সম্পৃক্ততা দৃঢ় করা। এছাড়াও এই নীতি সংক্ষেপে ইশতেহারের অঙ্গীকার কতটুকু এবং কীভাবে কার্যকর করা হচ্ছে, অগ্রগতির চিত্রটি কেমন, সরকারের নীতিমালা ও কৌশল প্রতিশ্রুতি বাস্তবায়নের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বিভিন্ন জটিল বিষয় সমস্যা ও সমাধান বিষয়ে আলোচনা করা হয়েছে।

    Download Policy Brief

    Publication period: June 2022