সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন: জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া এবং অভিজ্ঞতা

    গত ১৬ জানুয়ারি ২০২২ তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে ঘিরে দেশব্যাপী ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। বহুল আলোচিত নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিভাত হয়েছে। ডা. সেলিনা হায়াৎ আইভী টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের নির্বাচন বিভিন্ন বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই প্রেক্ষিতে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) গত ২২ জানুয়ারি ‘সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন: জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া এবং অভিজ্ঞতা’ শিরোনামের একটি ভার্চুয়াল সংলাপের আয়োজন করে। আলোচনায় নারায়ণগঞ্জ নির্বাচনের প্রেক্ষাপটের পাশাপাশি এ নির্বাচন থেকে উদ্ভূত উপলব্ধি; জাতীয় নির্বাচনের জন্য এর বার্তা; স্থানীয় সরকারের কাছে ক্ষমতা অর্পণ; অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে কার কী ভূমিকা; মেয়রদের ক্ষমতা; ইভিএম জটিলতা এবং নারী ভোটারদের মনস্তত্ত্ব ইত্যাদি নানান গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

    সিরিজ সম্পাদনা: ফাহমিদা খাতুন

    ডাউনলোড