জাতীয় বাজেট ২০২২-২৩ সারসংক্ষেপ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

    ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য বরাদ্দ ছিল ১৮,০৯৯ কোটি টাকা, যা ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ১৭,৫২৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দ গত বছরের চেয়ে ৪৩০ কোটি টাকা বেশি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে বিনিয়োগ ও উদ্ভাবনকে ত্বরান্বিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি মাথায় রেখে বাজেটে কীভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে, সে বিষয়েই এই নীতি সংক্ষেপটিতে আলোচনা করা হয়েছে। এই নীতি সংক্ষেপে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিপ্রেক্ষিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক বরাদ্দও তুলে ধরা হয়েছে।

    প্রকাশকাল: জুন ২০২২

    Download Policy Brief