চলমান বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা এবং অভ্যন্তরীন চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ উন্নয়নের গতি ধরে রাখতে সমর্থ হয়েছে। গত ০৬ জুন “টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যাত্রা” শিরোনামের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপিত হয়। জাতীয় সংসদে মাননীয় স্পীকার শিরিন শারমিন চৌধুরী এমপি এর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এবং সরকার ও বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যগণের উপস্থিতিতে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এ বাজেট উপস্থাপন করেন।
বর্তমান সরকারের আমলে বিগত এক যুগে, কেবল করোনাকালীন বছর ব্যতীত, বাংলাদেশ জিডিপির প্রবৃদ্ধি অন্তত ৫.৫ শতাংশ কিংবা তার বেশি ধরে রাখতে সক্ষম হয় (লেখচিত্র ২)। উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৮ শতাংশ অতিক্রম করে। এই সাফল্য, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি বৃদ্ধি পেলেও, মাথাপিছু আয় ২৭০০ ডলারের ওপরে রাখা সম্ভব হয়েছে।
প্রকাশকাল: জুন ২০২৪