Wednesday, January 28, 2026
spot_img

    বাংলাদেশে শিল্পকারখানা স্থাপন: আইনগত, প্রাতিষ্ঠানিক এবং প্রায়োগিক বিষয়াবলী

    বাংলাদেশে একটি শিল্পকারখানা স্থাপন বেশ সময়সাপেক্ষ ও জটিল এক প্রক্রিয়া। নির্দিষ্ট করে বলতে গেলে, শিল্পকারখানা স্থাপনের জন্য লাইসেন্স, সনদ অনুমোদন বা নিবন্ধনের ক্ষেত্রে কী কী প্রয়োজনীয় কাগজপত্র কোথায় জমা দিতে হবে, সেসব তথ্য সঠিকভাবে জানতে পারা একজন উদ্যোক্তার জন্য কঠিন বিষয়। অধিকন্তু, সব খাতের জন্য লাইসেন্স, নিবন্ধন বা সনদ পাওয়ার প্রক্রিয়াটি একরকম নয়। দেশে শিল্প ও অর্থনীতির প্রসার ঘটার সাথে সাথে এসব শিল্পকারখানার জন্য প্রয়োজনীয় কমপ্লায়েন্স বা আবশ্যিক শর্তসমূহ (যেমন- ভবন নির্মাণে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং পরিবেশগত নিরাপত্তা) অনুসরণ করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।

    এই প্রতিবেদনের উদ্দেশ্য হলো, শিল্পকারখানা স্থাপনে বিভিন্ন আইনগত, প্রতিষ্ঠানিক ও প্রায়োগিক বিষয়সমূহ উপস্থাপন করা। মূলত চারটি গুরুত্বপূর্ণ শিল্প খাত— তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প এবং চামড়াজাত পণ্য— এই চার খাতে শিল্পকারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য-উপাত্ত ও নথিসমূহ কীভাবে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে সহজলভ্য করে তোলা যায় সে বিষয়টিই এ গবেষণা প্রতিবেদনের মূল প্রতিপাদ্য।

    ডাউনলোড

    লেখক: হেলেন মাশিয়াত প্রিয়তী এবং খন্দকার গোলাম মোয়াজ্জেম
    প্রকাশক: ্সিপিডি এবং জিআইজেড বাংলাদেশ
    প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২২