Thursday, January 29, 2026
spot_img

    সমসাময়িক উন্নয়ন চিন্তা ৪: ২০১৯ সালে মিডিয়াতে প্রকাশিত সিপিডি’র নির্বাচিত বক্তব্যসমূহ

    সিপিডি প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমাধ্যমের সাথে নিবিড় সম্পর্ক রক্ষা করে আসছে। নীতি গবেষণার ফলাফলকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের যে অগ্রণী ভূমিকা রয়েছে, তা স্বীকৃত সত্য। এ কারণে সিপিডি’র গবেষকরা গণমাধ্যমে সমকালীন বিভিন্ন বিষয়ে কলাম লিখে, সাক্ষাৎকার প্রদান করে ও মন্তব্য দিয়ে নীতি গবেষণার জটিল বিষয়গুলোকে সহজবোধ্যভাবে সাধারণ জনগণের কাছে উপস্থাপন করে থাকে। বর্তমান গ্রন্থটি ২০১৯ সালে বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত মতামতের একটি সংকলন।

    বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি সার্বিক উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখছে এবং এর প্রভাব বিভিন্ন খাতগুলোতে দৃশ্যমান কোনো পরিবর্তন আনছে কিনা এই বিষয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে। বিশেষ করে সেবা বিষয়ক খাত, যেমন শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপি’র বরাদ্দকৃত অংশ পর্যাপ্ত কিনা সে আলোচনাও আছে। এছাড়া প্রতিযোগিতামূলক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কীভাবে উন্নয়নের সহায়ক হতে পারে তা তুলে ধরা হয়েছে। বইটিতে ২০১৯ সালের সামগ্রিক মূল্যায়ন এবং ২০২০ সালে দেশের উন্নয়ন ও অর্থনীতি কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সেটি প্রতিফলিত হয়েছে।

    দেশের যুব সমাজ শিক্ষা ও কর্মসংস্থানে কী ধরনের পরিস্থিতিতে রয়েছে এবং যুব বেকারত্ব নিরসনে সরকারের পাশাপাশি ব্যক্তি খাতের কী ভ‚মিকা হতে পারে তা নিয়েও বিশ্লেষণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের একটি বড় অংশ যুব সমাজ। সেই যুবদের প্রত্যাশা ও প্রাপ্তির মূল্যায়নের কথা বলেছেন সিপিডি’র গবেষকরা।

    বাংলাদেশের বাজেট বিষয়ক গবেষণা সিপিডি’র ধারাবাহিক কাজের একটি অংশ। বরাবরের মতোই বাজেটের পূর্বে ও পরবর্তীতে বিশ্লেষণ ও বাজেট বরাদ্দকালে কোন কোন খাতে গুরুত্ব দেওয়া উচিত সে বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা হয়েছে। এবারের বাজেটটি পিছিয়ে পড়া মানুষদের জন্য কতখানি সামঞ্জস্যপূর্ণ এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত তার দিক নির্দেশনা আছে বইটিতে। বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ, কর্মসংস্থান ও আয় বাড়ানো, কর ফাঁকি রোধ করা ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে।

    বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার এ সময়ের আলোচিত একটি বিষয়। সে লক্ষ্যে ব্যাংকিং কমিশন গঠনের প্রয়োজনীয়তা, ঋণখেলাপি সমস্যা ও করণীয় সংক্রান্ত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। বিনিয়োগের চ্যালেঞ্জসমূহ ও বেসরকারি খাতে বিনিয়োগে চাঞ্চল্য বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করা হয়েছে।

    একটি সময়োপযোগী আলোচনা উপস্থাপন করা হয়েছে দেশের ভেতরে বিরাজমান সঙ্কট নিয়ে বিশেষত গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। আগামী দিনের উন্নয়ন পথরেখায় চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবও বিশ্লেষণ করা হয়েছে।

    গণতান্ত্রিক, সহনশীল, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সিপিডি’র গবেষকরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। তারই প্রতিফলন রয়েছে বইটির বিভিন্ন প্রবন্ধে। নানামুখী বিষয় নিয়ে অনন্য এই সংকলনটি উৎসুক পাঠকদের আগ্রহ পূরণে সহায়ক হবে বলে আশা করছি।

     

    প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২০২০
    ISBN: 978-984-34-8795-7
    মূল্যঃ ৩৫০ টাকা