অন্তরবর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নাগরিক ভাবনা

    ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। প্রচলিত সরকার ব্যবস্থায় অনাস্থা ও বিপুল জনপ্রত্যাশার সন্ধিক্ষণে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ এক বিশেষ তাৎপর্য বহন করে। বর্তমান বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় সম্পর্কে আলোচনার লক্ষ্যে ২০২৪ সালের ১৪ আগস্ট রাজধানীর লেকশোর হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয়: নাগরিক ভাবনা ’ শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সংলাপে এ মুহূর্তে দ্রুততার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে কোন কোন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, সে বিষয়ে কথা বলেন আলোচকরা।

    বিদ্যমান পরিস্থিতিতে সরকারের সামনে চ্যালেঞ্জের মাত্রা, বিস্তৃতি ও তীব্রতা অপরিমেয়। সেগুলো বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা হচ্ছে। এদিনের আলোচনার বিষয়বস্তু তিনটি স্তম্ভে বিভক্ত করা হয়—আইন-শৃঙ্খলা ঠিক করা ও প্রশাসনিক স্থিতিশীলতা আনয়ন, অর্থনীতি পুনরুদ্ধার এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের পুনর্গঠন। এ বিষয়বস্তুর ওপর আলোচকরা তাদের আলোচনায় নানা সুপারিশ তুলে ধরেন।

    প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪

    Download Dialogue Brief