Published in ভোরের কাগজ on Monday 6 April 2020
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, সরকারের এই সময়ে এই প্যাকেজের আওতায় থাকা দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আর ব্যবসা- বাণিজ্যের বিষয়টি পর্যায়ক্রমে শুরু হতে পারে। প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়ে গতকাল রবিবার মুঠোফোনে ভোরের কাগজের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য পুঁজির জোগান দিচ্ছে। এটা খুবই ভালো। তবে যারা এই লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন তাদের সবার আগে খাদ্য ও নগদ সহায়তা পৌঁছাতে হবে। এছাড়া কিছু শ্রমিক আছেন যেমন- সিএনজি চালক, উবার চালক, ভাসমান হকারসহ নানা শ্রেণি-পেশার লোক তাদের অনেকে চাইতে পারেন না। তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে খুব শিগগিরই। আর সরকার বিনামূল্যে যে খাদ্য বিতরণ করবে সে সম্পর্কে এখনই করণীয় নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ।