Published in বাংলাদেশ প্রতিদিন on Wednesday 22 April 2020
কভিড-১৯-এর প্রকোপ বাংলাদেশের অর্থনীতিকেও বিপর্যস্ত করে ফেলেছে। ক্ষতির পরিমাণ কমাতে এবং ঘুরে দাঁড়াতে হলে আসন্ন বাজেটে (২০২০-২১) কৃষি ও স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, এই দুই খাতে বরাদ্দ বাড়াতে হবে প্রয়োজন অনুযায়ী। একইভাবে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দও বাড়াতে হবে। এ মুহূর্তে মানুষকে খাইয়ে-পরিয়ে বাঁচার সুযোগ করে দিতে হবে। বাজেট-২০২০-২১ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। পরে অবশ্য এসব বিষয় নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেও তিনি কথা বলেন। ড. ফাহমিদা বলেন, কভিড-১৯ এর সংকট মোকাবিলায় সরকার চাইলে একটি অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদি বাজেটও ঘোষণা করতে পারে। তবে সেটা হতে হবে অবশ্যই উদ্দেশ্য ও লক্ষ্য সাপেক্ষ। এখানে বিশেষ কয়েকটি খাতকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে স্বল্পমেয়াদি বাজেট ঘোষণা করা যেতে পারে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করতে পারে। একই সঙ্গে বাজেটে প্রত্যেকটি খাতেই বরাদ্দ বাড়াতে হবে। এতে যদি বাজেট ঘাটতি বেড়ে যায় তা নিয়ে চিন্তিত হওয়া যাবে না। কেননা আমরা সব সময় আমাদের বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যেই আটকে রাখি। এখন পরিস্থিতি বিবেচনায় তা ১০ শতাংশে চলে গেলেও আমাদের তেমন কোনো সমস্যা হবে না। পরবর্তীতে সেটাকে ধীরে ধীরে আবার নামিয়ে আনা সম্ভব হবে।