Friday, January 30, 2026
spot_img
Home CPD in the Media

নির্বাচনের বছরে অর্থনীতির ঝুঁকির ব্যাপারে বাড়তি নজর দিতে হবেঃ মোস্তাফিজুর রহমান

নির্বাচনের বছরে নীতিনির্ধারকরা সাধারণত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব ও আলোকপাত করে থাকেন। তাই এ সময় দেশের অর্থনীতির ঝুঁকির ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকা দরকার বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে ১৪ জানুয়ারি, ২০১৮ তারিখে প্রচারিত টক-শো ‘রাজকাহন’-এ ‘নির্বাচনী বছরে অর্থনীতির ঝুঁকি’ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ২০১৭ থেকে যখন আমরা ২০১৮ সালের দিকে যাচ্ছি, অর্থনীতিতে বেশ কিছু ঝুঁকি লক্ষ্য করছি।  ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে এর ভেতরের বেশ কিছু দিকে বাড়তি নজর দিতে হবে।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান আরও বলেন, বর্তমান সরকারের সময়ে অর্থনৈতিক ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি হয়েছে। কিন্তু এই অগ্রগতির পেছনে বণ্টনের দিকগুলোও বিবেচনা করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠী দেখবে যে তারা কী পেল। তাদের সংখ্যা অনেক। ভোটের রাজনীতিতেও তাদের গুরুত্ব অনেক বেশি।

টক-শোটিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ড. আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই)।