বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দক্ষতা: ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য

Published in ভোরের কাগজ on Sunday, 18 March 2018

ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানীয় ফেলো, সিপিডি

এলডিসি তালিকা থেকে বের হওয়া মানে দরিদ্র বা গরিব দেশের তালিকা থেকে বের হওয়া। দরিদ্র দেশ হিসেবে আমাদের আর কেউ দুর্বল ভাববে না। এটা যে কোনো দেশের জন্য গৌরবের বিষয়, গর্বের বিষয়, মর্যাদার বিষয়। ২০২৪ সালে আমরা উন্নত দেশে পরিণত হব। সেই হিসেবে আরো ৬ বছর অপেক্ষা করতে হবে আমাদের। তবে এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেগুলো খুবই দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে। এর মধ্যে প্রথম এবং প্রধান কাজ হবে সম্পদের প্রবাহ বাড়ানো। এ ছাড়া আয়কর বৃদ্ধির দিকেও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বৈদেশিক সাহায্য কমানোর দিকে নজর দিতে হবে।

আফ্রিকার মতো দেশ উন্নয়নের গতিপথে থাকার পরও বিভিন্ন ধরনের সামাজিক ও আঞ্চলিক সংকটের কারণে পিছিয়ে পড়েছে। এ জন্য বাংলাদেশে আরো শিল্পায়ন হতে হবে। উৎপাদন বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। আর এটা করতে হলে শ্রমঘন আরো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে। এ জন্য রাজস্ব আহরণের গতি বাড়ানো ও জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সুশাসন, সমাজের বৈষম্য দূরীকরণ জরুরি।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার পর যেসব ঝুঁকি মোকাবেলা করতে হবে তা হলো, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাওয়া ঋণে সুদের হার বেড়ে যাবে। গ্রেস পিরিয়ড কমে আসবে অথবা থাকবে না। আবার ঋণের টাকা ফেরত দেয়ার সময়ও কম ধরা হবে। এতে বৈদেশিক ঋণ সংক্রান্ত ব্যয় বাড়বে। রপ্তানি বাজার কিছুটা সংকুচিত হয়ে যাবে। সব ধরনের শুল্ক সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া রপ্তানি বাজারে নতুন নতুন শর্ত যুক্ত হতে পারে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য আগেই পরিকল্পনা করতে হবে।