Saturday, January 31, 2026
spot_img
Home CPD in the Media

মনে হচ্ছে উপদেষ্টাদের অর্ধেকই ইন্টার্নশিপ করতে আসছেন: ফাহমিদা খাতুন

Originally posted in The Business Standard on 14 August 2025

তিনি বলেন, ‘আমাদের দেশে তো এতো এক্সপার্ট আছেন। কিন্তু হাফ অব দ্য অ্যাডভাইজার্স, তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই। মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন।’

বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। উপদেষ্টাদের অর্ধেকই ‘ইন্টার্নশিপ করতে আসছেন’ বলে মনে হচ্ছে- এরকম মন্তব্যও করেন তিনি। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের দেশে তো এতো এক্সপার্ট আছেন। কিন্তু হাফ অব দ্য অ্যাডভাইজার্স, তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই। মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন।’

‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে বিকল্পসমূহ’ শীর্ষক এই সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কাজ করতে দেশের বাইরে থেকে একজন উপদেষ্টা আনা হয়েছে। সরকারে এমন কাউকে কেন লাগবে যার শেকড়ই এই দেশে নেই। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের অনুভব নেই।’

তিনি বলেন, ‘যারা কাজ করার মধ্য দিয়ে শিখতে চান এমন ব্যক্তি আমাদের প্রয়োজন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে বেতন দিতে হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়।’