Thursday, January 29, 2026
spot_img
Home CPD in the Media

শীতার্ত মানুষের পাশে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আজ ২৬ জানুয়ারি ২০২২, বুধবার, প্রথম আলো ট্রাস্টকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরনের জন্য চেক হস্তান্তর করে। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি আবদুল কাইয়ুম, আনিসুল হক ও সমন্বয়ক, মাহবুবা সুলতানা। ছবি: সৈয়দ ইউসুফ সাদাত, জ্যৈষ্ঠ গবেষণা সহযোগী, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।