শ্রম অধিকার ও শ্রমিকের কল্যাণ-সম্পর্কিত বিষয়াদির উন্নতিসাধনে প্রয়োজনীয় সংস্কার সাধনকল্পে ২০২৪ সালের ১৮ নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ‘শ্রম সংস্কার কমিশন’ শীর্ষক একটি কমিশন গঠন করে। শ্রমিকদের জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের কাঠামোগত, প্রাতিষ্ঠানিক ও পরিচালনগত দুর্বলতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে এ কমিশন গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১০ সদস্য নিয়ে এ কমিশন গঠিত হয়। পরবর্তী সময়ে সদস্য সংখ্যা ১৯ জনে উন্নীত করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বিভিন্ন খাতভিত্তিক কমিশন গঠনের অংশ হিসেবে এই কমিশন গঠন করা হলেও এটি মূলত শ্রম অধিকার কর্মী, ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) অনেক বছরের অধিপরামর্শের ফসল। শ্রমিকদের অধিকার নিশ্চিতে শ্রম আইনের বিভিন্ন ঘাটতি পূরণ এবং প্রাতিষ্ঠানিক ও পরিচালনগত চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে এ ধরনের একটি স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার বিষয়ে দীর্ঘদিন ধরে তারা তাগিদ দিয়ে আসছিলেন।
Authors: Khondaker Golam Moazzem, Tamim Ahmed and M Tanjim Hasan Khan
Publication Period: January 2025